সুস্থ থাকতে হাঁটার বিকল্প নেই

ইত্তেফাক প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২২, ০৮:১৪

আজ ৭ সেপ্টেম্বর। ডিএনএমসি হাঁটা দিবস। ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের উদ্যোগে ২০১৩ সালের ৭ সেপ্টেম্বর যাত্রারম্ভ হয় এই দিবসটির। জনগণের মধ্যে হাঁটার হিতকর প্রভাবের গুরুত্ব বৃদ্ধির লক্ষ্যে দিবসটি সূচনার পরিকল্পনা করেন অত্র বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. নওশের আজিমুল হক। পরবর্তীসময়ে প্রতিষ্ঠানের বর্তমান উপাধ্যক্ষ সহযোগী অধ্যাপক ডা. মিজানুর রহমান কল্লোল ও মেডিসিন বিভাগের আরপি ডা. মাকসুদুল আলমের সহযোগিতায় সব শ্রেণির শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ র‍্যালি ও সেমিনারের মাধ্যমে অতি উত্সাহ সহকারে দিবসটি উদযাপন করে থাকেন। সাংবাদিক বন্ধুগণও অনুষ্ঠানমালায় উপস্থিত হয়ে দিবসটির তাৎপর্য প্রচার করেন স্ব স্ব মিডিয়ায়। এটি জাতীয় দিবসে রূপান্তরিত হোক।


চিকিৎসা বিজ্ঞান যত উন্নত হচ্ছে, মানবদেহে রোগও বাড়ছে প্রতিনিয়ত। নানাবিধ রোগের মধ্যে বর্তমান সময়ে অসংক্রামক ব্যাধির কথা না বললেই নয়। কারণ এ ধরনের অসুখ শুধু যে দৈহিক বিভিন্ন রকমের পীড়ার মাধ্যমে মৃত্যু ঝুঁকি বাড়িয়ে দেয় তাই নয়, বরং এগুলোর কারণে পারিবারিক ও রাষ্ট্রের ওপর বৃদ্ধি পায় অর্থনৈতিক চাপ। চাকরি কিংবা ব্যবসায় শারীরিক সক্রিয়তা খর্ব হওয়ায় আক্রান্ত ব্যক্তিগণ কষ্ট পান বিভিন্ন মানসিক যন্ত্রণায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us