ঘরে বসেই বুক করুন বিদেশি হোটেল

প্রথম আলো প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২২, ১৯:৫৪

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে জীবনের প্রতিটি ধাপে চলে এসেছে আধুনিকতার ছোঁয়া। দৈনন্দিন বাজারসদাই থেকে শুরু করে যানবাহনে চলাচল পর্যন্ত সবকিছুই আজ মুঠোফোনের পর্দায় সেরে ফেলা যায়। এভাবেই ক্রমাগত নবায়ন চলেছে প্রতিটি শিল্পের। সেই জোয়ারে নতুন করে যোগ হয়েছে পর্যটনশিল্পও। দীর্ঘ দুই বছর পর শিথিল হতে শুরু করেছে আন্তর্জাতিক ভ্রমণসংক্রান্ত বিধিনিষেধগুলো। আন্তর্জাতিক তথ্য একটু ঘাঁটলেই দেখা যায়, বর্তমানে ভ্রমণের প্রবণতা করোনা মহামারি শুরুর আগের থেকেও বেড়ে গেছে। ফলে দেশের মধ্যে ভ্রমণের তুলনায় বিদেশে ভ্রমণটাই অধিকাংশ মানুষ পছন্দ করছেন। বিদেশে ভ্রমণের খুঁটিনাটির মধ্যে অন্যতম হলো সঠিক হোটেল বাছাই করা। আজ জেনে নিন দেশে বসেই বিভিন্ন দেশের আপনার পছন্দের সেরা হোটেলটি বাছাই করার কিছু বিশেষ টিপস।


ভ্রমণের অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার হলো কোথায় থাকবেন। কিন্তু অনেক সময়ই বিদেশে যাওয়ার আনুষ্ঠানিকতাগুলোর মধ্যে বিষয়টি উপেক্ষা করা হয়। বিদেশে ভ্রমণের মূল্যবান কয়েকটা দিনে কোথায় থাকা হচ্ছে, তা নিয়ে যথাযথ গবেষণা আগে থেকে করে নেওয়া অবশ্যই দরকার। হোটেলের মান নির্ধারণে গুরুত্বপূর্ণ কিছু মাপকাঠি হচ্ছে হোটেলে উপস্থিত সুযোগ–সুবিধা, শহরের কেন্দ্র থেকে দূরত্ব, রুমের পরিষ্কার–পরিচ্ছন্নতা, খাবারের ব্যবস্থা ইত্যাদি। তবে এত গবেষণা করতে চাইলেও বাংলাদেশ থেকে বিদেশি হোটেল বুকিংয়ের ক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতা আছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us