প্রতিদিন হোটেল, রেস্তরাঁর একঘেয়ে খাবার খেতে খেতে মুখের রুচিই নষ্ট হয়ে গেছে! চাকরির মায়ায় ভালো না লাগলেও বাধ্য হয়েই খেতে হয়। এবার স্বাদ বদলাতে চান ওয়াসিম আকরাম। মুখের রুচি ফেরাতে পাকিস্তানের পেস কিংবদন্তি এবার সাহায্য চাইলেন ভারতের তারকা অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়ার। কারণ হার্দিক নিজস্ব রাঁধুনী নিয়ে দুবাই গেছেন এশিয়া কাপ খেলতে।
আকরাম সেই টুর্নামেন্টের ধারাভাষ্যকার। ধারাভাষ্যের কাজে প্রায় সারা বছরই বিভিন্ন দেশে ঘুরতে হয় আকরামকে। খেতে হয় হোটেল বা রেস্তরাঁয়। বাড়ির খাবার খাওয়ার সুযোগ নেই। তাই হার্দিকের উদ্দেশ্যে আকরাম বলেছেন, 'হার্দিকের কাছে আমার একটি বিনীত অনুরোধ আছে।