ভিআর (ভার্চ্যুয়াল রিয়েলিটি) এবং এআর (অগমেন্টেড রিয়েলিটি) প্রযুক্তির সংমিশ্রণে হেডসেট তৈরি করছে অ্যাপল। তা–ও আবার একটি নয়, তিনটি মডেলের হেডসেট বাজারের আনতে কাজ করছে প্রতিষ্ঠানটি। তবে হেডসেটগুলোর মডেল এবং কার্যকারিতা সম্পর্কে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি অ্যাপল।
ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপলের হেডসেট তৈরির কার্যক্রম এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। এন ৩০১, এন ৬০২ এবং এন ৪২১ কোড নামের হেডসেটগুলোতে একই সঙ্গে ভার্চ্যুয়াল রিয়েলিটি এবং অগমেন্টেড রিয়েলিটির ছবি দেখা যাবে। শুরুতে এন ৩০১ কোড নামের হেডসেটটি উন্মুক্ত করা হতে পারে।
‘অ্যাপল রিয়েলিটি প্রো’ নামে বাজারে আসতে যাওয়া হেডসেটটি ফেসবুকের ‘কুইস্ট প্রো’ হেডসেটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম হবে বলে ধারণা করা হচ্ছে।
আগামী বছরের জানুয়ারি মাসে নিজেদের তৈরি প্রথম হেডসেট বাজারে আনতে পারে অ্যাপল। দুটি ফোরকে প্রযুক্তির মাইক্রো ওএলইডি ডিসপ্লে সুবিধার হেডসেটটি ব্যবহারকারীর চোখের নড়াচড়া শনাক্ত করে ভিডিও প্রদর্শন করতে পারবে।