ফের মুখ খুললেন কঙ্গনা রানাওয়াত। আর কঙ্গনা মুখ খোলা মানেই বিতর্ক। আর এবার কঙ্গনার রোষের মুখে পড়েছেন পরিচালক মহেশ ভাট।
সম্প্রতি কঙ্গনা তার ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেন। সেই স্টোরিতেই পরিচালক মহেশ ভাটকে একহাত নেন কঙ্গনা। পুরোনো এক ভিডিও ক্লিপের ছবি শেয়ার করে কঙ্গনা জানান, মহেশ ভাটের আসল নাম মোটেই মহেশ নন। তার নাম আসলাম। অন্তত আমাকে তা বলা হয়েছিল। সোনি রাজদানকে বিয়ে করার জন্য নাকি ধর্মান্তরিত হয়েছিলেন মহেশ।
কঙ্গনা আরও লেখেন, কী সুন্দর নামটা, তা গোপন রাখার দরকার কী ছিল? কঙ্গনার কথায়, ধর্মান্তরিত হওয়ার পর আসল নাম ব্যবহার করাই উচিত। অন্য কোনো ধর্মের প্রতিনিধিত্ব করার কোনো প্রয়োজন নেই।
মহেশ ভাটের প্রযোজনায় তৈরি ‘গ্যাংস্টার’ ছবি থেকেই বলিউডে পা রাখেন কঙ্গনা। এরপর ওহ লমহে ছবিতেও অভিনয় করেছিলেন তিনি। তবে সেসব ভুলে বারবার মহেশকে কটাক্ষ করেন কঙ্গনা।
কঙ্গনা আরও জানান, শুটিং ফ্লোরে নাকি তাকে দারুণ অপমান করেছেন মহেশ ভাট।