মাত্র ১২ বছর বয়সে গিরিশ ঘোষের হাত ধরে মঞ্চে হাতেখড়ি। এরপর নটী বিনোদিনী হয়ে ওঠেন ঊনবিংশ শতকের বাংলা মঞ্চের অন্যতম প্রধান অভিনেত্রী। রূপকথার মতো তাঁর জীবনের গল্প বারবার উঠে এসেছে পর্দায়। ১৯৯৪ সালে ‘নটী বিনোদিনী’তে নাম ভূমিকায় অভিনয় করেন দেবশ্রী রায়।
২০১০ সালে মুক্তি পায় ঋতুপর্ণ ঘোষের বহুল প্রশংসিত ছবি ‘আবহমান’। ছবিতে শিখা সরকার বা শ্রীমতী সরকার চরিত্রে অভিনয় করে সেরা অভিনেত্রী হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান অনন্যা চট্টোপাধ্যায়। অনেক মনে করেন চরিত্রটি পরিচালক নির্মাণ করেন নটী বিনোদিনীর আদলেই। এবার ওপার বাংলার অভিনেতা, সংসদ সদস্য দেব ঘোষণা দিলেন নটী বিনোদিনীকে নিয়ে নতুন ছবির।
দেব প্রযোজিত ‘বিনোদিনী’ ছবিতে নাম ভূমিকায় দেখা যাবে অভিনেতার কথিত প্রেমিকা রুক্মিণী মৈত্রকে। ছবিটি পরিচালনা করবেন রামকমল মুখার্জি। আজ সকালে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে ছবিটির ঘোষণা দেওয়া হয়।