আইফোন ১৪ লঞ্চের আগেই ফাঁস বড় দুই তথ্য

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২২, ১৮:৩৭

আইফোন ১৪ নিয়ে এরই মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে বিশ্বজুড়ে। অপেক্ষা আর মাত্র ২ দিন। আগামী ৭ সেপ্টেম্বর লঞ্চ হবে অ্যাপেল আইফোন ১৪ সিরিজ। তার আগেই সামনে এলো এই সিরিজের গুরুত্বপূর্ণ দুটি স্পেসিফিকেশন। সম্প্রতি ব্লুমবার্গ সংবাদ মাধ্যমের পক্ষ থেকে জানা গেছে, আসন্ন আইফোন ১৪ সিরিজে ব্যাটারি-তে বড় পরিবর্তন আনতে চলেছে অ্যাপল। ব্যাটারির পাশাপাশি এই সিরিজে নতুন ই-সিম প্রযুক্তি ব্যবহার করা হতে পারে।


ব্লুমবার্গ সংবাদ মাধ্যম সূত্রে খবর, আইফোন ১৪ প্রো মডেলগুলোতে শক্তিশালী ব্যাটারি প্যাক থাকবে। যদি এই বদল সত্যি হয় তাহলে এই নিয়ে দ্বিতীয়বার ব্যাটারি সেগমেন্টে পরিবর্তন করতে চলেছে অ্যাপেল। অনুমান করা হচ্ছে, আইফোন ১৪ মডেলে ৩ হাজার ২৭৯ এমএএইচ ব্যাটারি প্যাক থাকবে, যেখানে আইফোন ১৩ সিরিজে ছিল ৩ হাজার ২২৭ এমএএইচ ব্যাটারি প্যাক। ঠিক একইরকম ভাবে আইফোন ১৪ প্রো মডেলে মিলতে পারে ৩ হাজার ২০০ এমএএইচ ব্যাটারি প্যাক, যেখানে আইফোন ১৩ প্রো মডেলে ছিল ৩ হাজার ৯৫ এমএএইচ ব্যাটারি প্যাক। তবে আইফোন ১৪ প্রো ম্যাক্স মডেলে ৪ হাজার ৩২৩ এমএএইচ ব্যাটারি প্যাক দেওয়া হতে পারে যা অবশ্যই আইফোন ১৩ প্রো ম্যাক্সের ব্যাটারি প্যাকের থেকে কম। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us