আবারও আহ্বায়ক কমিটি, একাংশের মধ্যে অসন্তোষ

প্রথম আলো প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২২, ১১:৫৯

পাবনা জেলা বিএনপির তিন মাসের জন্য গঠন করা আহ্বায়ক কমিটি দিয়ে আড়াই বছর চলার পর আবারও ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। দীর্ঘ জটিলতার পর দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এ কমিটির তালিকা গত ২২ আগস্ট পাবনায় পৌঁছেছে।


নবগঠিত আহ্বায়ক কমিটিতে হাবিবুর রহমানকে আবার আহ্বায়ক ও সাবেক সহসভাপতি মাসুদ খন্দকারকে সদস্যসচিব করা হয়েছে। নতুন কমিটি নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে দলের একটি পক্ষের মধ্যে।


জেলা বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০১২ সালের ২২ জানুয়ারি জেলা বিএনপির সর্বশেষ পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়। সেই থেকে বিভক্তি শুরু জেলা বিএনপিতে। তৈরি হয় ‘বিএনপি রক্ষা কমিটি’। ২০১৯ সালের ৩ জুলাই কেন্দ্রীয় বিএনপি পূর্ণাঙ্গ কমিটি ভেঙে ৪৮ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করে। ওই কমিটিতে বিএনপি নেতা হাবিবুর রহমান আহ্বায়ক ও সিদ্দিকুর রহমানকে সদস্যসচিব করা হয়। এ কমিটির দায়িত্ব ছিল ৯০ দিনের মধ্যে জেলার ৯ উপজেলা ও ৯ পৌরসভার ১৮টি নতুন কমিটি গঠন করা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us