দখলদার ইসরাইলের পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে দুই জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ফিলিস্তিনের হামাস। এই দুই জনের একজনকে গুলি করে ও অপর ব্যক্তিকে ফাঁসিতে ঝুঁলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তাছাড়া অন্যান্য গুরুতর অপরাধে আরও তিনজনের ফাঁসি কার্যকর করা হয়েছে।
তবে দণ্ড পাওয়া সবাই ফিলিস্তিনির নাগরিক। গাজায় হামাসের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মৃত্যুদণ্ডপ্রাপ্তদের নামের প্রথম অক্ষর ও বয়স প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, রোববার (৪ সেপ্টেম্বর) সকালে সকল আইনি প্রক্রিয়া শেষে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। রায়গুলো চূড়ান্ত ছিল, যার বাস্তবায়ন বাধ্যতামূলক ছিল। এর আগে দোষী সাব্যস্ত সবাইকে আত্মপক্ষ সমর্থনের পূর্ণ অধিকার প্রদান করা হয়। ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জনের একজন ২০০৯ সালে ও অপরজন ২০১৫ সালে গ্রেফতার হয়। এরপর গাজার আদালতে তাদের বিচার করা হয়। আদালতে প্রমাণিত হয়েছে, এই দুই গুপ্তচরের দেওয়া তথ্যের ভিত্তিতে বহু ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। ফিলিস্তিনের গাজায় ক্ষমতায় রয়েছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস।