রেলব্রিজে হাঁটাহাঁটি, ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল ২ শিক্ষার্থীর

আজকের পত্রিকা প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২২, ১৯:৪৩

কুষ্টিয়ার মিরপুরে রেলব্রিজে হাঁটাহাঁটি করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে নাঈম আলী (১৫) ও ঋতু খাতুন (১৫) নামে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ৩টায় মিরপুর স্টেশন সংলগ্ন রেলব্রিজের ওপর এ ঘটনা ঘটে। এ সময় তাদের সঙ্গে থাকা সিয়াম নামের আরেক সহপাঠী গার্ডারে উঠে রক্ষা পায়।



নাঈম মিরপুর উপজেলার নওপাড়া গ্রামের আজিম আলীর ছেলে। সে মিরপুর বর্ডার গার্ড এন্ড পাবলিক হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র। আর ঋতু মিরপুর উপজেলার পাহাড়পুর গ্রামের রবিউল শাহর মেয়ে। সে মিরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।


এ ঘটনায় বেঁচে যাওয়া আরেক সহপাঠী সিয়াম জানায়, তারা তিনজনই মিরপুর বাজারের পাশের স্থানীয় এক কোচিং সেন্টারে পড়তে এসেছিল। কোচিং শুরু হতে দেরি হওয়ায় তিনজন রেললাইনের হাঁটছিল। হাঁটতে হাঁটতে মিরপুর রেলব্রিজের মাঝামাঝি জায়গায় চলে যায়। ওই সময় ট্রেন আসতে দেখে। এ সময় সিয়াম লাফ দিয়ে ব্রিজের গার্ডারে গিয়ে দাঁড়ায়। ঋতু ভয়ে কান্নাকাটি শুরু করে। নাঈম ঋতুকে কোলে তুলে দৌড়ে রেললাইন থেকে গার্ডারের দিকে যাওয়ার চেষ্টা করে। কিন্তু শেষ রক্ষা হয়নি। ট্রেনের নিচে পড়ে দুজনেই ছিন্নভিন্ন হয়ে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us