গাজী মাজহারুল আনোয়ারের কালজয়ী সব গান

যুগান্তর প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২২, ১৫:১৪

হঠাৎ করেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন কিংবদন্তি গীতিকার, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ার। 


রোববার ভোরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।


এভাবেই জীবনাবসান হলো ২০ হাজারের বেশি গানের রচয়িতার। 


দীর্ঘ ৬০ বছর ধরে বেতার, টেলিভিশন, সিনেমাসহ বিভিন্ন মাধ্যমে এসব গান রচনা করেছেন গাজী মাজহারুল আনোয়ার। এসব গানের মধ্যে তার কালজয়ী অসংখ্য গানও রয়েছে। 


বিবিসি বাংলার তৈরি করা সর্বকালের সর্বশ্রেষ্ঠ ২০ বাংলা গানের তালিকায় ঠাঁই পেয়েছে গাজী মাজহারুল আনোয়ারের লেখা তিনটি। 


গানে অবদান রাখার জন্য ২০০২ সালে একুশে পদক লাভ করেন এ গীতিকার।  গত বছর পেয়েছেন স্বাধীনতা পদক। এ ছাড়া পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।


বাংলা চলচ্চিত্রে গাজী মাজহারুল আনোয়ারের রচিত প্রথম গান শোনা যায় সুভাষ দত্তের ‘আয়না ও অবশিষ্ট’ সিনেমায়।  গানটি হলো— ‘আকাশের হাতে আছে একরাশ নীল’।  প্রথম গানেই বাজিমাত করেন মাজহারুল আনোয়ার। 


এর পর থেকে একের পর এক কালজয়ী গান উপহার দিতে থাকেন এ গীতিকার।  তার লেখা কিছু কালজয়ী গান হলো— ‘জয় বাংলা, বাংলার জয়’, ‘আছেন আমার মোক্তার আছেন আমার ব্যারিস্টার’, ‘একতারা তুই দেশের কথা বল রে এবার বল’, ‘একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়’, ‘গানের খাতায় স্বরলিপি লিখে’, ‘আকাশের হাতে আছে একরাশ নীল’, ‘শুধু গান গেয়ে পরিচয়’, ‘ও পাখি তোর যন্ত্রণা’, ‘ইশারায় শীষ দিয়ে’, ‘চোখের নজর এমনি কইরা’, ‘এই মন তোমাকে দিলাম’, ‘চলে আমার সাইকেল হাওয়ার বেগে’ প্রভৃতি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us