You have reached your daily news limit

Please log in to continue


জমজমাট আয়োজনে শেষ হলো প্রথম সিজন

হাজং ও বাংলার ফিউশন ‘নাসেক নাসেক’ দিয়ে ছয় মাস আগে বাংলাদেশে শুরু হয় ‘কোক স্টুডিও বাংলা’। প্রথম গানে বাজিমাত হয় এই আয়োজনের। বাংলাদেশের পেশাদার সংগীতে সেদিন যুক্ত হন অনিমেষ রায় নামের নতুন এক শিল্পী। গানটি প্রকাশের পর থেকে দেশের সংগীতপ্রেমীরাও অভিবাদন জানান এ উদ্যোগকে। এদিকে প্রথম গানটি গতকাল পর্যন্ত ইউটিউবে দেড় কোটি ভিউ অতিক্রম করেছে। এই আয়োজনে প্রথম আসরের আনুষ্ঠানিক সমাপ্তি হয়েছে গণসংগীত ‘হেই সামালো’ গান দিয়ে।

প্রথম মৌসুমের শেষ গান ‘হেই সামালো’ প্রসঙ্গে কোক স্টুডিও বাংলার পক্ষ থেকে বলা হয়, ‘অধিকার আদায়ে আমরা কখনো এক ইঞ্চিও ছাড় দিইনি। যতবার বাধা এসেছে, ততবার আমরা প্রতিবাদে সরব হয়েছি। সেই প্রতিবাদের অন্যতম মাধ্যম ছিল আমাদের গণসংগীত। মানুষের দুর্বার জেগে ওঠার, নিজের অধিকার আদায়ে সোচ্চার হওয়ার এক জীবন্ত দলিল এই গান। ১৯৪৬-৪৮–এ এমন বঞ্চিত মানুষদের তেভাগা আন্দোলন নিয়ে লেখা সলিল চৌধুরীর এই গান।’ এই গানে কণ্ঠ দিয়েছেন সামিনা চৌধুরী, বাপ্পা মজুমদার, অর্ণব, কনা, ঋতুরাজ, সুনিধি নায়েক, অনিমেষ রায়, রুবাইয়াত, মাশাসহ কয়েকজন শিল্পী। গানটি শেয়ার করে কোক স্টুডিও বাংলা বলে, ‘বাংলা ভাষার প্রতি ভালোবাসাই আমাদের প্রথম মৌসুমের শেষ পরিবেশনা। দেখা হবে শিগগিরই কোক স্টুডিও বাংলার দ্বিতীয় মৌসুমে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন