‘আপনি কেমন আছেন’ সবচেয়ে অকেজো তিন শব্দ, বলছে গবেষণা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২২, ১১:০৩

কারও সঙ্গে হঠাৎ দেখা হতেই কিংবা অনলাইনে কথোপোকথনের সময় ‘আপনি কেমন আছেন?’ প্রশ্নটি কমবেশি সবাই জিজ্ঞাসা করেন। অনেকটা ভদ্রতা দেখাতে গিয়েই কমবেশি সবাই এ প্রশ্নটি করে বসেন!


তবে গবেষণা বলছে কাউকে ‘কেমন আছেন’ প্রশ্নটি করা মোটেও যুক্তিযুক্ত নয়। ‘আপনি কেমন আছেন?’ এই তিন শব্দ নাকি একেবারেই অকেজো।


দ্য হার্ভার্ড স্টাডি অব কমিউনিকেশনস অনুসারে, কারও সঙ্গে কথোপোকথনের সাত সেকেন্ডের মধ্যেই নাকি তার ব্যক্তিত্বের ছাপ তৈরি হয়। সেক্ষেত্রে এই তিন শব্দের প্রশ্নটি জিজ্ঞাসা করা অন্যজনের কাছে আপনার ইমপ্রেশন কমিয়ে দিতে পারে।


সফল ব্যক্তিরা কীভাবে ছোট ছোট কনভারসেশন চালান, তা তদন্ত করার জন্য একটি গবেষণা পরিচালিত হয়। দেখা গেছে, কারও সঙ্গে কথোপোকথন আরও যুক্তিযুক্ত করার অন্যতম উপায় হলো অন্য ব্যক্তিকে ফলো-আপ প্রশ্ন করা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us