একটুর জন্য বেঁচে গেলেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট

প্রথম আলো প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২২, ১৬:২৮

শেষ মুহূর্তে পিস্তল ঠিকমতো কাজ না করায়  প্রাণে বেঁচে গেছেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট ক্রিস্তিনা ফার্নান্দেজ দে কির্চনার। গতকাল বৃহস্পতিবার এক ব্যক্তি তাঁকে গুলি করার চেষ্টা করেন। তবে পিস্তলটি কাজ করেনি বলে কর্মকর্তারা জানিয়েছেন। খবর রয়টার্সের।


এই হামলার মধ্য দিয়ে আর্জেন্টিনার ক্রমবর্ধমান রাজনৈতিক টানাপোড়েন সামনে এসেছে। কলম্বিয়া থেকে ব্রাজিল—পুরো লাতিন অঞ্চলটিতে রাজনীতিবিদরা যে ঝুঁকিতে রয়েছেন, এ ঘটনা সেটাই তুলে ধরেছে।


প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলেছেন, ‘এক ব্যক্তি তাঁর (ক্রিস্তিনা কির্চনার) মাথায় বন্দুক তাক করে ট্রিগারে টান দেন। ক্রিস্তিনা এখনো বেঁচে আছেন; কোনো কারণে বন্দুক থেকে গুলি বের হয়নি। কেন বন্দুক কাজ করেনি, সে কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।’


প্রেসিডেন্ট বলেন, বন্দুকটিতে পাঁচটি গুলি ছিল। তিনি বলেন, ‘আর্জেন্টিনা গণতন্ত্রে ফেরার পর এটা হলো সবচেয়ে মারাত্মক ঘটনা যার মধ্য দিয়ে আমরা যাচ্ছি।’


দুর্নীতির অভিযোগে ক্রিস্তিনা কির্চনারের বিচার চলছে। কয়েক শ সমর্থক যখন তাঁর বুয়েনস এইরেসের বাসার বাইরে জড়ো হন, তখন এ হামলার ঘটনা ঘটে।


ভিডিও ফুটেজে দেখা যায়, ক্রিস্তিনা যখন সমর্থকদের অভিবাদনের জবাব দিচ্ছিলেন, তখন তাঁর মাথার কয়েক ইঞ্চি দূর থেকে এক ব্যক্তি পিস্তল তাক করে ধরেছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us