বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে হিন্দি সিরিজে কলকাতার মিমি

আজকের পত্রিকা প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২২, ১৬:১১

অভিনয় কম, বরং রাজনীতি নিয়েই বেশি ব্যস্ত টালিউড অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী। ভালো গল্প না পেলে কোনো কাজে যুক্ত হচ্ছেন না। মাস তিনেক আগে সর্বশেষ মুক্তি পেয়েছে তাঁর ‘মিনি’। মৈনাক ভৌমিক পরিচালিত এ সিনেমায় মিমির অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। মুক্তির অপেক্ষায় আছে তাঁর আরও দুই বাংলা সিনেমা। অরিন্দম শীলের পরিচালনায় ‘খেলা যখন’ সিনেমায় অর্জুন চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধেছেন মিমি। প্রেমেন্দু বিকাশ চাকীর পরিচালনায় আরও একটি সিনেমার কাজ শেষ করেছেন। এ ছাড়া অভিনয় করেছেন ‘পোস্ত’ সিনেমার হিন্দি রিমেকে। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত এ সিনেমায় আছেন বলিউডের পরেশ রাওয়ালও।



এর মধ্যে শোনা গেল আরও এক বড় খবর। এবার হিন্দি ওয়েব সিরিজে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন মিমি। পরিচালক সৌমিক সেনের তত্ত্বাবধানে তৈরি হবে বড় বাজেটের সিরিজটি। এতে এক বাঙালি অভিনেতার সঙ্গেই মিমি জুটি বাঁধবেন বলে জানা গেছে। আনুষ্ঠানিকভাবে সিরিজটির বিষয়ে ওই ওটিটি প্ল্যাটফর্ম কিংবা মিমির পক্ষ থেকে কিছু জানানো হয়নি এখনো। তবে কলকাতার সংবাদমাধ্যমগুলো খবর দিয়েছে, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ঘটনা নিয়ে তৈরি হবে ওই হিন্দি ওয়েব সিরিজ। তাতে প্রধান চরিত্রেই অভিনয় করবেন মিমি।



বলিউডে এখন টালিউডের অনেকেই নিয়মিত অভিনয় করছেন। তবে সেগুলোতে তাঁদের প্রধান চরিত্রে দেখা যায় না। সে হিসেবে মিমির এই কাজটি বিশেষ কিছু হতে যাচ্ছে এ বিষয়ে সন্দেহ নেই। জানা গেছে, শুধু মিমি নয়, ওই ওয়েব সিরিজে টালিউডের আরও কয়েকজন শিল্পী অভিনয় করবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us