পরীক্ষামূলক পণ্য পরিবহন শেষ হচ্ছে আগামী সপ্তাহে

প্রথম আলো প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২২, ১৫:৫৩

ভারতের সঙ্গে ট্রানজিট চুক্তির আওতায় চট্টগ্রাম বন্দর ব্যবহার করে পরীক্ষামূলক শেষ দুটি চালান আনা–নেওয়া হবে আগামী সপ্তাহে। ট্রানজিট পণ্য বোঝাই করতে বাংলাদেশি জাহাজ এমভি ট্রান্স সামুদেরা কলকাতার শ্যামপ্রসাদ মুখার্জি বন্দরের পথে রয়েছে। শুক্রবার বন্দরটির জেটিতে জাহাজটি ভিড়ানোর কথা রয়েছে। সেখান থেকে এক কনটেইনার রড নিয়ে আগামী তিন–চার দিনে জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা।


চালানটি চট্টগ্রাম বন্দর থেকে খালাস করে সড়কপথে শ্যাওলা (সিলেট)–সুতারকান্দি (ভারত) স্থলবন্দরের মাধ্যমে ভারতের আসামে নেওয়া হবে। সব৴শেষ চায়ের চালানটি ভারতের মেঘালয় থেকে ডাউকি (ভারত)–তামাবিল (বাংলাদেশ) স্থলবন্দর হয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। চট্টগ্রাম বন্দর থেকে জাহাজে করে এই চালান কলকাতায় নেওয়ার কথা। এ দুটি চালানের মাধ্যমে পাঁচটি রুট বা পথে ট্রানজিট পণ্য আনা–নেওয়া শেষ হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় পরীক্ষামূলক শেষ দুটি চালান আনা-নেওয়া হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us