ইলেকট্রনিক ভোটিং মেশিন বা সংক্ষেপে ইভিএম। চতুর্থ শিল্প বিপ্লবের এ সময়ে বিশ্বের বিভিন্ন দেশে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে আজকাল নির্বাচন পরিচালিত হয়। ভোট প্রয়োগে মেশিন বা ইলেকট্রনিক প্রক্রিয়া অনুসরণ করা হয় বলে এই সামগ্রিক প্রক্রিয়াটি ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম নামে পরিচিত। পদ্ধতিটির অন্য নাম ‘ই-ভোটিং’। দেশজুড়ে আলোচিত একটি নির্বাচনি অনুষঙ্গ। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ ২০০৮ সালের জাতীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার পর থেকে দেশের সর্বত্র তথ্য-প্রযুক্তির অভূতপূর্ব উন্নতি হয়েছে। প্রযুক্তির যথোপযুক্ত ব্যবহার ছাড়া কোনও ক্ষেত্রেই এখন আর কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।
বাংলাদেশের নির্বাচনে ব্যবহৃত প্রচলিত পদ্ধতি নিয়ে প্রশ্ন দীর্ঘদিনের। ব্যালট পেপার পদ্ধতিতে ভোটদান নিয়ে আলোচনা-সমালোচনাও কম নয়। বর্তমান নির্বাচন কমিশন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করতে অর্ধেক আসন তথা দেড়শ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোটগ্রহণের গ্রহণের সিদ্ধান্ত জানিয়েছে। ইভিএম-এ ভোটগ্রহণ মানে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে ডিজিটাল বাংলাদেশের গতিকে তরান্বিত করা।