ইথিওপিয়ার ফেডারেল সরকার ও টিগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট (টিপিএলএফ) এর মধ্যে আবারো তুমুল লড়াই শুরু হয়েছে। ফলে শান্তি আলোচনা আবারো অনিশ্চয়তার মুখে পড়লো।
দুপক্ষই বলছে আমহারা রাজ্যের কোবো শহর সংলগ্ন টিগ্রের দক্ষিণে সীমান্ত এলাকায় গুলি বিনিময় শুরু হয়েছিলো ২৪শে অগাস্ট ভোরে। উভয় পক্ষ এজন্য একে অপরকে দায়ী করছে।
তবে পশ্চিমা কূটনীতিকদের থেকে পাওয়া তথ্য থেকে এটা পরিষ্কার যে ইথিওপিয়ান ন্যাশনাল ডিফেন্স ফোর্স ও ফানো হিসেবে পরিচিত তার সহযোগী আমহারা মিলিশিয়া কয়েক সপ্তাহ ধরেই ওই এলাকায় সৈন্য সমাবেশ ঘটাচ্ছিলো।