এক টানে উঠে এল সাড়ে ১৭ মণ ওজনের ১৫০টি লাল কোরাল

প্রথম আলো প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২২, ২২:৪৫

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপসংলগ্ন বঙ্গোপসাগরে একটি ট্রলারের জালে ১৫০টি লাল কোরাল মাছ ধরা পড়েছে। আজ বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে শাহপরীর দ্বীপের মিস্ত্রিপাড়ার বাসিন্দা মো. আবুল ফয়েজের ট্রলার এফবি মোজাইফা আলী থেকে ফেলা জালে মাছগুলো ধরা পড়ে। একেকটি মাছের ওজন চার থেকে পাঁচ কেজি। সব মিলিয়ে মাছের ওজন দাঁড়িয়েছে সাড়ে ১৭ মণ।


বিকেল সাড়ে পাঁচটার দিকে মাছগুলো শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া ঘাটে নিয়ে আসা হয়। শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া ট্রলার মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আইয়ুব প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।


ট্রলারের মাঝি নুরুল হোসাইন বলেন, গত মঙ্গলবার দুপুরের দিকে এফবি মোজাইফা আলী ট্রলারে করে ১০ জন মাঝিমাল্লা সাগরে মাছ ধরতে যান। প্রথমে রাতে সাগরের ‘১০ বাইন’ এলাকায় জাল ফেলেন। পরদিন বুধবার সকালে জাল তুললে কয়েকটি রুপচাঁদা ও মাইট্টা মাছ ধরা পড়ে। এরপর দ্বিতীয় দফায় ওই দিন রাতে জাল ফেলা হয়। আজ সকালের দিকে জেলেরা জাল তুলে দেখতে পান, বড় বড় লাল কোরাল ধরা পড়েছে। চার থেকে পাঁচ কেজি ওজনের ১৫০টি লাল কোরাল ধরা পড়েছে। মাছগুলোর মোট ওজন প্রায় ৭০০ কেজি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us