সালাহউদ্দিন লাভলু মামলায় আটক ভুয়া ‘সালাহউদ্দিন লাভলু’

প্রথম আলো প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২২, ২২:৪৩

দীর্ঘদিন ধরেই ‘সালাহউদ্দিন লাভলু’ নামে ফেসবুকে প্রতারণা করে আসছিলেন তিনি। এই সালাহউদ্দিন লাভলু একজন প্রতারক। তিনি ফেসবুক ব্যবহার করে উঠতি অভিনয়শিল্পীদের কাছে কখনো কখনো অর্থ দাবি করতেন। কাউকে বলেছেন, টাকা দিলে অভিনয়শিল্পী ও পরিচালক সমিতিতে সদস্য করে নেবেন। এমন অভিযোগ নিয়ে দীর্ঘদিন ধরেই বিব্রত ছিলেন অভিনেতা ও নির্মাতা সালাহউদ্দিন লাভলু। অবশেষে বাধ্য হয়ে এই মাসের মাঝামাঝিতে তিনি ডিএমপির সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে মামলা করেন। সেই মামলায় গত রাতে গ্রেপ্তার হয়েছেন ভুয়া `সালাহউদ্দিন লাভলু'।


নির্মাতা ও অভিনেতা সালাহউদ্দিন লাভলু বলেন, ‘আমার নাম ব্যবহার করে অভিনয়ের সুযোগ দেবে, অভিনয়শিল্পী বানাবে, কাউকে তারকা বানাবে, এসব বলে ফেসবুকে প্রতারণা করা হতো। বহুদিন ধরেই এটা চলছিল। পরে আমি অতিষ্ঠ হয়ে নিজেই ফেসবুক ব্যবহার করে সচেতন করতে থাকি, যেন কেউ প্রতারণার শিকার না হয়। সেই ভুয়া ব্যক্তি আমার আসল আইডি থেকে ছবি ও কাজের খবর নিয়ে ফেসবুকে প্রচার করত। পরে আমি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের দায়িত্বপ্রাপ্ত লোকদের সঙ্গে আলোচনা করি। আগে একাধিকবার অভিযোগ করে ফল পেয়েছিলাম। এবার তাঁরা বলেন মামলা করতে। ১০–১২ দিন আগে মামলা করেছিলাম। শুনলাম, গতকাল সেই ভুয়া ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। একটা আতঙ্ক থেকে বাঁচলাম। সাইবার টিমকে ধন্যবাদ।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us