হাটুর ইনজুরি নিয়ে জাতীয় দলের ক্যাম্প ছাড়লেন মিডফিল্ডার সোহেল রানা। এতে সেপ্টেম্বরে কম্বোডিয়া ও নেপালের বিপক্ষে খেলা হচ্ছে না বসুন্ধরা কিংসের এই ফুটবলারের। আজ রাতেই ক্যাম্প ছেড়েছেন সোহেল।
গত সোমবার অনুশীলনে হাটুতে ব্যাথা পান তিনি। পরবর্তীতে 'এমআইআর' করা হয়। চোট গুরুতর তাই ৪ থেকে ৫ সপ্তাহে বিশ্রামে থাকতে বলা হয়েছে তাকে।
আগামী ২২ সেপ্টেম্বর কম্বোডিয়া এবং ২৭ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ। দুটি ম্যাচই হবে প্রতিপক্ষের মাঠে। এই ম্যাচ দুটি সামনে রেখে ২৭ সদস্যের দল নিয়ে ২৭ আগস্ট থেকে শুরু হয় মাঠের অনুশীলন। প্রথম দুই দিন পুরোদমে অনুশীলন করেন সোহেল। তৃতীয় দিনে এসে চোট পান তিনি