You have reached your daily news limit

Please log in to continue


পিসিওএসে আক্রান্তদের মধ্যে কিশোরীর সংখ্যাই বেশি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পলিসিস্টিক ওভারি সিনড্রোম (পিসিওএস) সচেতনতা মাস উপলক্ষে শোভাযাত্রা ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় শোভাযাত্রা হয়। পরে দুপুর সাড়ে ১২টায় এ ব্লক অডিটোরিয়ামে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়, যেটির আয়োজন করে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি। এবারের প্রতিপাদ্য ‘পিসিওএস একটি হরমোন জনিত সমস্যা। জানুন , চিকিৎসা নিন’।

সেমিনারে বলা হয়, বিশ্বে প্রতি ১০ নারীর মধ্যে একজন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পিসিওএস রোগে আক্রান্ত। প্রজনন ক্ষমতাসম্পন্ন ১৫ থেকে ৪৫ বছর বয়সী নারীরা সাধারণত এ রোগে ভুগছেন। আক্রান্তদের মধ্যে ১৫ থেকে ২০ বছর বয়সী কিশোরীর সংখ্যাই বেশি।

দেশে শিশু ও মাতৃমৃত্যুর অন্যতম কারণ এ রোগ। এ ছাড়া ডায়াবেটিস, হেপাটাইটিস-বি, হেপাটাইটিস-সি, বন্ধ্যত্ব, জরায়ু ক্যান্সারসহ দীর্ঘস্থায়ী অসংক্রামক রোগ বাড়াতে বড় ভূমিকা রাখে পিসিওএস। এ পরিস্থিতিতে পিসিওএস নির্মূলে ওজন নিয়ন্ত্রণ, খাদ্যাভ্যাস পরিবর্তনসহ নিয়ন্ত্রিত জীবনযাপন জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন