জনপ্রিয় বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। মাঝে অভিনেত্রী সারা আলী খানের সঙ্গে তার প্রেম নিয়ে বলিপাড়ায় অনেক চর্চা হয়েছিলো। তবে গত এক বছর ধরে তিনি সিঙ্গেল বলে জানিয়েছেন।
এক সাক্ষাৎকারে কার্তিক বলেন, আমি গত সোয়া বছর ধরে সিঙ্গেল। বাকি আমি কিছু জানিনা। এরপর নিজেই বলেন, আমি এক বছর ধরে সিঙ্গেল। আমি ধীরে ধীরে সময় কমানোর চেষ্টা করছি না। একবারে সঠিকটা বললাম।
এর আগে প্রেমের সম্পর্ক নিয়ে প্রশ্ন করায় কার্তিক জানিয়েছিলেন, কাজের সঙ্গেই তার প্রেম। এ প্রসঙ্গে তিনি বলেন, এমনটা নয়। কিন্তু এতটুকুই বলব, আমি সিঙ্গেল এবং এটাই সত্যি।