ভাসানচর থেকে পালিয়ে আসা ৪ রোহিঙ্গা সন্দ্বীপে আটক

প্রথম আলো প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২২, ১৭:১১

নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে আসা চার রোহিঙ্গা যুবককে চট্টগ্রামের সন্দ্বীপ থেকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে প্রথমে ওই চার রোহিঙ্গাকে আটক করেন মো. ওসমান নামের এক অটোরিকশাচালক। পরে তাঁদের মুছাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কাছে হস্তান্তর করেন ওসমান। খবর দিলে পুলিশ এসে তাঁদের আটক করে থানায় নিয়ে যায়।
আটক রোহিঙ্গারা হলেন আবুল হাসিম (১৭), মো. জুবায়ের (১৭), দ্বীন মোহাম্মদ (৩৭) ও জামাল (৩৫)।


অটোরিকশাচালক মো. ওসমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মুছাপুর বেড়িবাঁধ এলাকা থেকে চার ব্যক্তি নিজেদের মাছ ধরার ট্রলারের শ্রমিক পরিচয় দিয়ে তাঁর অটোরিকশা ভাড়া করেন। তাঁদের ট্রলারটি নষ্ট হয়ে গেছে, ট্রলারের কিছু যন্ত্রপাতি চট্টগ্রাম থেকে আনতে হবে বলে জানিয়ে তাঁদের গুপ্তছড়া নৌঘাটে পৌঁছে দিতে বলেন। ভাড়া নির্ধারণ করা হয় ৩৫০ টাকা। কিন্তু অটোরিকশায় বসে পরস্পরের কথোপকথনে মো. ওসমানের সন্দেহ হয়। যাত্রীরা রোহিঙ্গা কি না, জানতে চাইলে, তাঁরা ঘাবড়ে যান। তখন ৩৫০ টাকার ভাড়া ৫০০ টাকা দিয়ে তাঁদের পরিচয় গোপন করার জন্য অনুরোধ করেন। পরে মো. ওসমান তাঁদের মুছাপুর ইউনিয়ন পরিষদে নিয়ে যান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us