অনেকেরই সারাবছর ত্বকের তৈলাক্ত সমস্যা থাকে। তবে গরমে আর বর্ষায় এই সমস্যা কয়েকগুণ বেড়ে যায়। সারাক্ষণ তেল চিটচিটে ভাব ত্বকে ধুলোবালি জমে ব্রণ, ফুসবুড়ির সমস্যা বহুগুণ বাড়িয়ে দেয়। এ ছাড়াও তৈলাক্ত ত্বকে কালচে ছোপ পড়ে যাওয়ার সমস্যা তো আছে। ত্বক যত তৈলাক্ত হবে, ততই কালচে ভাব বাড়বে।
তৈলাক্ত ত্বকের সমস্যা থেকে রেহাই পেতে কিছু উপায় অনুসরণ করতে পারেন। যেমন-
১. সাবান নয়, মৃদু ফেইস ওয়াশ বা ক্লিঞ্জার দিয়ে দিনে দুতিনবার মুখ পরিষ্কার করা উপকারী। নিম, তুলসি ও হলুদের নির্যাস সমৃদ্ধ পরিষ্কারক ব্যবহার করতে হবে।
২. ত্বকের উপরিভাগ থেকে ময়লা, বিষাক্ত উপাদান, মৃত কোষ দূর করে ত্বকে উজ্জ্বলভাব ফুটিয়ে তুলতে মৃদু এক্সফলিয়েশন বা কোমলভাবে ঘষা প্রয়োজন। তৈলাক্ত ত্বকের চিটচিটেভাব কমাতে এক্সফলিয়েট করা জরুরি।
৩. নিম ও তুলসির তৈরি ফেইস স্ক্রাব বাড়তি তেল ও ময়লা দূর করে ত্বক মসৃণ করতে সহায়তা করে।
৪. সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে বাঁচতে ইউভিএ এবং ইউভিবি সমৃদ্ধ সানব্লক ব্যবহার করা উচিত।