১৯৭৮ থেকে ১৯৯১। আমেরিকার উইসকনসিন শহরের অন্ধকার যুগ। এই ১৩ বছরে শহরে হয়েছিল একের পর এক খুন। খুনের পদ্ধতিও এক। গলা টিপে খুন করে মৃতদেহের বিভিন্ন অংশ ঘরে সংগ্রহ করে রাখত উইসকনসিন শহরের ‘সিরিয়াল কিলার’ জেফরি ডাহমার।
টাকার বিনিময়ে নগ্ন ছবি তোলার প্রস্তাব দিয়ে অথবা একসঙ্গে মদ্যপান করার প্রস্তাব দিয়ে নিজের বাড়িতে ‘শিকার’দের আমন্ত্রণ জানাত জেফরি। আর তার পরেই শুরু হত অত্যাচার। তাঁদের মাত্রাতিরিক্ত মাদক খাওয়ানোর পর চলত যৌন নিপীড়ন। তার পর খুন। খুনের পর মৃত ব্যক্তির মাথার খুলি সামনে রেখে স্বমেহন করত জেফরি।