এতটা কঠিন সময়ে বিএনপি কখনো পড়েনি

প্রথম আলো মারুফ মল্লিক প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২২, ০৮:৩৯

প্রতিষ্ঠার ৪৪ বছরের মাথায় এসে এক কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে বিএনপি। বিশেষ করে ২০২৩ সালের নির্বাচন বিএনপির আগামীর রাজনীতির জন্য রীতিমতো এক অগ্নিপরীক্ষা। খোলামেলাভাবে বললে এ নির্বাচনের সঙ্গে বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ অনেকটাই যুক্ত।


দল হিসেবে বিএনপি আদৌ কার্যকর থাকবে কি না, দেশের রাজনীতিতে বিএনপির কতটা প্রভাব থাকবে, তা এ নির্বাচনের ওপরই নির্ভর করছে। ১৯৭৮ সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে দেশের রাজনীতিতে প্রতিষ্ঠা পাওয়া বিএনপি এতটা কঠিন সময়ের মুখে পড়েনি কখনো। বিএনপির মূল সংকট হচ্ছে রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে এখনো কোনো কাঠামোগত অবয়ব অর্জন করতে পারেনি। বিএনপি অনেকটা স্বেচ্ছাসেবীমূলক মনোভাব নিয়ে দল পরিচালনা করে। এ দলের সবাই নেতা। আবার কেউই নেতা নন। ইউনিয়ন পরিষদের কমিটি গঠন করতেও দলের শীর্ষ নেতারা হস্তক্ষেপ করেন। তাহলে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের কাজই-বা কী?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us