হলিউডের অধিকাংশ সিনেমার শুটিং দক্ষিণ-পূর্ব ইউরোপে

বণিক বার্তা প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩৬

হলিউডের সিনেমার পরিচালকরা শুটিং করতে গ্রিস, ক্রোয়েশিয়া, সার্বিয়া ও তত্সংলগ্ন দেশগুলোয় ভিড় জমাচ্ছেন। মূলত হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্রের মতো মধ্য ইউরোপের দেশগুলোয় শুটিং খরচ বেড়ে গিয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে গ্রিস, ক্রোয়েশিয়া, সার্বিয়ার মতো দেশগুলোয় শুটিং করতে নানা আকর্ষণীয় ছাড় দেয়া হচ্ছে। নির্মাণ ব্যয় কমাতে তাই এ দেশগুলোয় ছুটছেন পরিচালকরা। বাড়তি পাওয়া হিসেবে থাকছে ভূমধ্যসাগর ও অ্যাড্রিয়াটিক সাগরের চকচকে উপকূল, কৃষ্ণ সাগরের নয়নাভিরাম দৃশ্যপট ও নানা প্রাগৈতিহাসিক শহরের ব্যাকগ্রাউন্ড।


এক দশক আগে এইচবিও পরিচালিত গেম অব থ্রোনস সিরিজের একটি দৃশ্য ক্রোয়েশিয়ায় শুটিং হয়। তখন দেশটির দুব্রভনিক শহরটির দৃশ্যপটে রাজার অবতরণের দৃশ্য শুট করা হয়। সে সময় থেকেই ক্রোয়েশিয়া হলিউডের প্রডাকশন টিমকে আকর্ষণ করে আসছে। অ্যাড্রিয়াটিক সাগরের চোখ জুড়ানো দৃশ্য, দক্ষ ক্রু এবং সঙ্গে ২৫ শতাংশ পর্যন্ত অর্থছাড় প্রভৃতি সুবিধা দেশটি প্রডাকশন টিমকে দিয়েছিল। ক্রোয়েশিয়ার সেবায় মুগ্ধ হয়ে পরে সাকসেশন, দ্য হুইল অব টাইম প্রভৃতি সিনেমার শুটিং হয় সেখানে। এরপর ক্রোয়েশিয়াকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। রাজধানী জাগরেবভিত্তিক বিভিন্ন প্রডাকশন আউটফিট হলিউডের বিভিন্ন সিনেমার কাজে ব্যস্ত হতে শুরু করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us