তিতাস গ্যাসে সেবার মান তলানিতে, ঘুষ না দিলেই হয়রানি

বার্তা২৪ প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২২, ০৮:১৬

তিতাস গ্যাসের অনৈতিক আবদার অবহেলা করে, আইন দেখাতে গিয়েছেন তো আপনি শেষ। শিল্প কারখানা চালানো তো দূরের কথা নিজের মূলধন রক্ষা করা কঠিন।


তিতাসের এমনি গ্যাড়াকলে পড়ে অনেকের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে। কেউ রোষানলে পড়ে দেউলিয়া হওয়ার পথে রয়েছেন। এমনি এক ভুক্তভোগী গ্রাহকের নাম আয়মান টেক্সটাইল অ্যান্ড হোসিয়ারী লিমিটেড। তিতাসের (১৯৯২ সাল থেকে) ওই শিল্প গ্রাহকের ঘটনা কল্প কাহিনীকেও হার মানায়।


কোম্পানিটির আইনজীবী অ্যাডভোকেট রেজাউল করিম সরকার বার্তা২৪.কম-কে বলেছেন, ঘটনার সূত্রপাত ২০১৫ সালের দিকে। গ্যাসের চাপ কমে যাওয়া ঠিকমতো বয়লার ও জেনারেটর চালানো যাচ্ছিল না। কোম্পানির পক্ষ থেকে বারবার বলা হলেও তিতাস কোন প্রতিকারের ‍উদ্যোগ নেয়নি। ওই সময়ে কোম্পানির কারখানা ঠিক মতো চালাতে ব্যর্থ হয়। এতে করে বায়ারকে ঠিকমতো অর্ডার সাপ্লাই দিতে না পেরে রুগ্ন হয়ে পড়ে। এ কারণে গ্যাস বিল বকেয়ার কারণে ২০১৮ সালের ১৪ নভেম্বর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us