ওজন কমানো প্রসঙ্গে মাহফুজ আহমেদ বলেন, ‘আমি ফেরার মতো করেই ফিরতে চাই। অপেক্ষা করছিলাম সিনেমা দিয়ে কাজে ফিরব, ফিরছি। এ জন্য নিজেকে প্রস্তুত করছি অনেক দিন থেকে। ছবিতে আমার যে চরিত্র, সেই চরিত্রের বয়স অনুযায়ী নিজেকে প্রায় প্রস্তুত করে ফেলেছি। প্রায় ২৫ কেজি ওজন কমিয়ে এনেছি।’ মাঝে বেশ কয়েকটি কাজের প্রস্তাব থাকলেও কাজ করেননি মাহফুজ আহমেদ। তিনি বলেন, ‘মাঝে আমার কাছে বেশ কয়েকটি ওয়েব ফিল্মের প্রস্তাব এসেছিল, করিনি। করবও না। কারণ “প্রহেলিকা” দিয়েই ব্যাক করতে চাই। এই ছবির কাজ শেষ না করে অন্য কোনো কাজ করব না আমি।’
ছবিটির পরিচালক চয়নিকা চৌধুরী জানিয়েছেন, মাহফুজের প্রস্তুতির কোনো ছবি এখনই প্রকাশ করছেন না তাঁরা। তিনি বলেন, ‘চলতি মাসে শেষের দিকে ছবির কলাকুশলীদের নিয়ে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান করব, তখন নতুনভাবে মাহফুজকে দেখতে পাবেন সবাই।’ পরিচালক আরও বলেন, ‘ছবিটির জন্য মাহফুজ আহমেদ যেভাবে পরিশ্রম করেছেন, এখনো করছেন, তা অবিশ্বাস্য। আমি অনেক দিন পর তাঁকে দেখে চমকে গেছি। আমার বিশ্বাস, দর্শকও চমকে যাবেন। ’
ছবির শুটিং শুরু হওয়া প্রসঙ্গে পরিচালক চয়নিকা বলেন, ‘২০ আগস্ট থেকে ছবির শুটিং শুরু করার কথা ছিল। কিন্তু আমার ছেলে অসুস্থ হওয়ার কারণে পেছাতে হয়েছে। এখন সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের শুরু থেকে কাজটি শুরু করব। প্রথমে সিলেটের সুনামগঞ্জের লোকেশনে শুটিং শুরু হবে। এরপর বাকি কাজ করবেন বান্দরবনের থানচিতে। ওই সময় শরতের আবহাওয়া পাওয়া যাবে। কাজটিও ভালো হবে।’