একটি টমেটোগাছ, তাতে থোকায় থোকায় টমেটো ঝুলছে। লাল-হলুদ-সবুজ রঙের টমেটোয় ভরা গাছটি। এই একটি গাছে ৫ হাজার ৮৯১টি টমেটো ফলিয়েছেন যুক্তরাজ্যের কৃষক ডগলাস স্মিথ। এ জন্য বিশ্ব রেকর্ড গড়ার দাবি ডগলাসের। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলতে আনুষ্ঠানিক আবেদন করেছেন তিনি।
গত সোমবার জিও টিভির প্রতিবেদনে বলা হয়েছে, ডগলাস স্মিথের বয়স ৪৪ বছর। বাড়ি যুক্তরাজ্যের দক্ষিণাঞ্চলের হার্টফোর্টশায়ারে। শখের বশে নিজের গ্রিনহাউসে শাকসবজি আবাদ করেন তিনি। তবে ভিন্নধর্মী আবাদের জন্য তিনি স্থানীয়দের কাছে ‘চ্যাম্পিয়ন গ্রোয়ার’ নামে পরিচিত।