চার্জার ও ক্যামেরায় চমক থাকবে আইফোন ১৪-তে

বণিক বার্তা প্রকাশিত: ৩১ আগস্ট ২০২২, ০৭:৫৫

কয়েক সপ্তাহের মধ্যেই আইফোন ১৪ উন্মোচন করতে যাচ্ছে অ্যাপল। অ্যাপল ওয়াচ সিরিজ ৮সহ সম্ভবত আগামী ৭ সেপ্টেম্বর নতুন পণ্য উন্মোচনে যাবে মার্কিন প্রযুক্তি জায়ান্টটি। নতুন প্রজন্মের আইফোনের ক্যামেরায় ও চার্জিং সাপোর্টে চমক থাকতে পারে। এরই মধ্যে বিভিন্ন প্লাটফর্মে নতুন আইফোনের বিভিন্ন তথ্য প্রকাশ হচ্ছে। বলা হচ্ছে, আইফোন ১৪ প্রো ও আইফোন ১৪ প্রো ম্যাক্স ফোনে ৩০ ওয়াটের চার্জিং সাপোর্ট থাকবে। এতদিন ১২ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হলেও নতুন সিরিজে ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার হতে পারে।


গত কয়েকটি সিরিজ ধরেই চার্জিংয়ের গতি বাড়ানোর চেষ্টা করছে অ্যাপল। আইফোন ১১ মডেলে ১৮ ওয়াটের চার্জার দেয়া হয়েছিল। আইফোন ১২ মডেলে ২০ ওয়াটের চার্জিং সাপোর্ট দেয়া হয়। এবার আসছে আইফোন ১৪ সিরিজে ৩০ ওয়াটের সাপোর্ট। ৩০ ওয়াটের চার্জার স্মার্টফোনের চার্জিং সময় লক্ষণীয়ভাবে কমিয়ে দেবে। ফাস্ট চার্জিং প্রযুক্তিতে অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে অনেকে পিছিয়ে আছে অ্যাপল। নতুন সিরিজে ৩০ ওয়াটের চার্জার যুক্ত হওয়ায় অ্যাপল ভক্তরা হাঁফ ছেড়ে বাঁচবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us