বুক জ্বালাপোড়া করা, পেট ফুলে যাওয়া, খাবার গলা দিয়ে উঠে আসা, টক ঢেঁকুর ওঠা কিংবা ঘনঘন ঢেঁকুর ওঠা গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির লক্ষণ। গ্যাস্ট্রিক ও অ্যাসিডিটি কি আসলে একই সমস্যা নাকি এদের পার্থক্য রয়েছে?
অ্যাসিডিটি বা অ্যাসিড রিফ্লাক্স এমন একটি অসুস্থতা যা মৃদু উপসর্গের পাশাপাশি মারাত্মক আকার ধারণ করার ক্ষমতা রাখে। অন্যদিকে ‘গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ’ বা জিইআরডি হলো এক ধরনের ক্রনিক ডিজিজ। অ্যাসিড রিফ্লাক্সের চেয়ে অনেকাংশেই গুরুতর এটি।
অ্যাসিড রিফ্লাক্স একটি হজমের ব্যাধি। হুট করে নির্দিষ্ট কিছু কারণে এই সমস্যা দেখা দিতে পারে। মুখ ও খাদ্যনালীর সংযোগস্থলকে বিজ্ঞানের ভাষায় বলে ইসোফেগাস, আর যখন পাকস্থলীর খাদ্যবস্তু ইসোফেগাসে ফিরে আসে তখন তাকে বলে অ্যাসিড রিফ্লাক্স। এতে খাবার হজমের জন্য উত্পাদিত অ্যাসিড অন্ত্রের নীচের অংশে যাওয়ার পরিবর্তে খাদ্যনালীতে ফিরে যেতে শুরু করে।