অর্থনৈতিক সূচকে ইতিবাচক বার্তা জনগণের মাঝে স্বস্তি ফেরাবে

বাংলা ট্রিবিউন প্রণব কুমার পাণ্ডে প্রকাশিত: ৩০ আগস্ট ২০২২, ১৭:৩৬

২০২৩ সালে অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন ধরনের সমীকরণের খেলা আমরা প্রত্যক্ষ করছি বেশ কয়েক মাস ধরে। গত সাড়ে ১৩ বছরে বিরোধী দল একেবারে কোণঠাসা অবস্থায় থাকলেও তারা এখন খোলস থেকে বের হয়ে সরকারবিরোধী বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর বক্তব্য প্রদান করছে। মাঝে মাঝে তারা এমন বক্তব্য প্রদান করছে যে খুব অল্প সময়ের মধ্যে সরকার পতনের মাধ্যমে তারা ক্ষমতায় আসবে। বিরোধী দলের সাথে যুক্ত হয়েছে কিছু ভুঁইফোড় রাজনৈতিক সংগঠন। তারা জনগণকে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেওয়া শুরু করেছে।


কেউ কেউ আবার বলার চেষ্টা করছে যে তারা খুব দ্রুতই ক্ষমতা গ্রহণ করে বিভিন্ন ধরনের রাজনৈতিক সংস্কার কর্মসূচি বাস্তবায়ন শুরু করবে। এ বিষয়গুলোকে সত্যিই হাস্যকর বলে মনে হচ্ছে দেশের বেশিরভাগ জনগণের কাছে। যাদের জনগণের সঙ্গে কোনও সম্পৃক্ততা নেই, তারাই বিভিন্ন ধরনের বক্তব্য উপস্থাপনের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us