‘গুম হওয়া’ নেতাকর্মীদের সন্ধান দাবিতে মানববন্ধনে বিএনপি

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ৩০ আগস্ট ২০২২, ১৩:৩০

‘গুমের’ প্রতিবাদ এবং ‘নিখোঁজ’ নেতা-কর্মীদের সন্ধান দাবিতে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধনে দাঁড়িয়েছেন দলটির কর্মীরা।


ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এই মানববন্ধনের কর্মসূচি শুরু হয় মঙ্গলবার দুপুর ১২টায়। রাজধানীর বিভিন্ন ওয়ার্ড থেকে ছোট ছোট মিছিল নিয়ে মানবন্ধনে যোগ দিতে থাকেন নেতা-কর্মীরা।


হাজারো নেতা-কর্মী ফকিরাপুল মোড় থেকে কাকরাইলের নাইটিঙ্গেল মোড় পর্যন্ত সড়কের পাশে সারি বেঁধে দাঁড়িয়ে কর্মসূচিতে অংশ নেন।

সাবেক সাংসদ এম ইলিয়াস আলী ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাউন্সিলর চৌধুরী আলমসহ বিভিন্ন সময়ে নিখোঁজ নেতাদের ছবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে স্লোগান দেন তারা।


‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে এই মানববন্ধনের আয়োজন করছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা অংশ নিয়েছেন কর্মসূচিতে। এছাড়া বিভিন্ন সময়ে ‘নিখোঁজ’ হওয়া কর্মীদের পরিবারের সদস্যরাও আছেন মানববন্ধনে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us