ফোনের ডকুমেন্ট স্ক্যান করবে গুগল ড্রাইভ: উপায় জেনে নিন

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ৩০ আগস্ট ২০২২, ১২:৪৭

ফোনে পিডিএফ ফাইল ওপেন করার জন্য গুগল ড্রাইভ ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু জানেন কী স্ক্যান করার সুবিধাও পাওয়া যায় গুগল ড্রাইভে। জেনে নিন গুগল ড্রাইভ দিয়ে কীভাবে স্ক্যান করবেন- 


১. সবার প্রথমে স্মার্টফোনে গুগল ড্রাইভ ওপেন করুন।


২. হোম স্ক্রিনে নিচে + আইকনে ক্লিক করুন।


৩. স্ক্যান অপশনে ক্লিক করুন।


৪. এবার যেই ছবি বা কাগজপত্র স্ক্যান করতে চান সেটি ক্যাপচার করুন।


৫. এখানে আপনি ঐ ছবি বা কাগজপত্র ক্রপ করে নিতে পারেন। অ্যাডজাস্ট করতে পারবেন এবং রিফ্রেস করে আবার ক্লিক করতে পারবেন।


৬. স্ক্যান করা হয়ে গেলে ডান অপশনে ক্লিক করুন।


৭. সংরক্ষণ বোতামে আলতো চাপুন।


৮. ফাইলের নাম দিন, গুগল অ্যাকাউন্ট এবং অবস্থান নির্বাচন করার পরে, দ্বিতীয়বার সংরক্ষণ বোতাম টিপুন।


৯. একটি পিডিএফ স্বয়ংক্রিয় হবে, স্ক্যান করা নথি থেকে তৈরি করা হবে।


এইভাবে আপনার ফোনে স্ক্যান করা কাগজপত্র সেভ হয়ে যাবে। এছাড়া আপনি যদি চান গুগল ড্রাইভ খুলতেই দ্রুত সব কাগজপত্র গুলো যাতে চোখে পড়ে এর জন্য শটকাট তৈরি করতে পারবেন। তবে এই স্ক্যান করার সুবিধা আইফোন, আইপ্যাড ও ডেস্কটপে কাজ করবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us