প্রেমিকের পরিবারের সঙ্গে প্রথম আলাপ? যে কাজগুলো করবেন না

কালের কণ্ঠ প্রকাশিত: ৩০ আগস্ট ২০২২, ০৮:৪৩

আগে থেকেই জানাশোনা। এবার প্রেমিকের পরিবারের সঙ্গে আলাপের পালা। আপনি যেমন প্রেমিকের পরিবারের কাছে নতুন তারাও আপনাকে নতুন জানবে। তাই এই দিনটির কথা ভাবলেই অনেকের মন অজানা ভয়ে ভরে ওঠে।


কি প্রশ্ন করবে? আমাকে পছন্দ করবে কিনা? নানা চিন্তা। প্রথম আলাপের দিনটি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। আলাপকালে নিজের ব্যক্তিত্বকে আড়াল করার চেষ্টা করবেন না। বাস্তবে যেমন, ঠিক তেমনটাই থাকুন। কেবল লাগাম টানুন কথাবার্তায়।


যে কাজগুলো করবেন না


► সব সম্পর্কেই মতপার্থক্য থাকতে পারে। এমনটা হতে পারে প্রেমিকের বাড়ি গিয়ে তাঁর কোনো একটা কথা আপনার পছন্দ হলো না। সেখানেই আপনি তাঁর সঙ্গে ঝগড়া শুরু করে দিলেন। এমনটা ভুলেও করবেন না। প্রয়োজনে সে বিষয়টি নিয়ে পরে সঙ্গীর সঙ্গে কথা বলুন।


► সম্পর্ক দীর্ঘ হলে প্রেমিকের খুঁটিনাটি বিষয়ে জানা খুব স্বাভাবিক। তবে তা তাঁর পরিবারের সামনে প্রকাশ না করাই ভালো। আপনিই তাঁকে সবচেয়ে ভালো চেনেন। এমন কথা ভুলেও তাঁর পরিবারের সামনে বলতে যাবেন না।


► প্রথম আলাপের দিন নিজের সম্পর্কে কোনো মিথ্যা কথা বলবেন না। প্রেমিকের পরিবারের মন জয় করতে একাধিক মিথ্যে কথা বলে দিলেন, এতে আপনার প্রতি তাঁদের সাময়িক ভালোবাসা জন্মাতে পারে। তবে ভবিষ্যতে তা জানাজানি হলে সম্পর্কে তিক্ততা বাড়বে। আপনি যেমন, তেমনই থাকার চেষ্টা করুন।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us