বাস ভাড়াও কমবে, সিদ্ধান্ত খুব শিগগিরই: এনায়েত উল্লাহ

কালের কণ্ঠ প্রকাশিত: ৩০ আগস্ট ২০২২, ০২:৩৮

জ্বালানি তেলের মূল্য ৫ টাকা কমানোর প্রেক্ষিতে এবার কমছে পরিবহন ভাড়াও। খুব শিগগিরই বাস ভাড়া কমানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।


পরিবহন ভাড়া কমানোর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ।


এই পরিবহন মালিক নেতা বলেন, সরকার জ্বালানি তেলের মূল্য কমানোয় যানবাহনের ভাড়াও কমবে। এ বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে।


এর আগে সোমবার (২৯ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা দেয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।


নতুন দাম অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১১৪ টাকা থেকে কমে ১০৯ টাকায় বিক্রি হবে। আর প্রতি লিটার কেরোসিন ১১৪ টাকা থেকে কমে বিক্রি হবে ১০৯ টাকায়, অকটেন ১৩৫ টাকা থেকে কমে ১৩০ টাকা এবং পেট্রল ১৩০ টাকা থেকে কমে ১২৫ টাকায় বিক্রি হবে। এ দাম কার্যকর হচ্ছে রাত ১২টার পর থেকে।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us