তাইওয়ান প্রণালিতে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ

প্রথম আলো প্রকাশিত: ২৮ আগস্ট ২০২২, ১৮:১০

যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধজাহাজ তাইওয়ান প্রণালির আন্তর্জাতিক জলসীমায় প্রবেশ করেছে। ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই আজ রোববার যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নিল। মার্কিন নৌবাহিনী জানিয়েছে চীনের নজিরবিহীন সামরিক মহড়ার পর এই ধরনের পদক্ষেপ এটিই প্রথম।


এক বিবৃতিতে মার্কিন নৌবাহিনী বলেছে, তাইওয়ান প্রণালি দিয়ে ‘ট্রানজিটমুক্ত এবং উন্মুক্ত ইন্দো-প্যাসিফিকের প্রতি যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ’।


মার্কিন সপ্তম নৌবহরের সদর দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, গভীর সমুদ্রে জাহাজ চলাচলের স্বাধীনতার আলোকেই আন্তর্জাতিক আইন অনুসারে তাইওয়ান প্রণালিতে এই যুদ্ধজাহাজ পাঠানো হয়েছে।


মার্কিন সপ্তম নৌবহরের সদর দপ্তর আরও বলেছে, টিকন্ডেরোগা শ্রেণির গাইডেড মিসাইল ক্রুজার ইউএসএস অ্যান্টিটাম এবং ইউএসএস চ্যান্সেলরসভিল আজ নিয়মিত মহড়া পরিচালনা করেছে। আন্তর্জাতিক আইন মেনেই তা পরিচালনা করা হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার মতো দেশগুলোর যুদ্ধজাহাজকে নিয়মিত তাইওয়ান প্রণালি দিয়ে প্রবেশ করতে দেখা গেছে। এ নিয়ে চরম আপত্তি জানিয়ে আসছে চীন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us