আসলে একটা বয়সের পর সবাই বড় হয়ে যায়। এমনকী পৌঁছে যায় যৌবনে। তবে সময়ের আগেই যদি কেউ যৌবনে পৌঁছে যেতে থাকে, এই অবস্থায় সতর্ক হয়ে যেতে হবে। বিশেষত সন্তানের বাবা-মাকে এই বিষয়গুলি নিয়ে বেশি করে ভাবতে হবে। কারণ একটা বয়সের পর যে এই সমস্যা দেখা দেওয়া সম্ভব, এটা মাথায় রাখতে হবে।
দেখা গিয়েছে যে সন্তানের মধ্যে প্রাক যৌবন শুরু হয়ে যায় একটা বয়সের পর থেকে। ছেলেদের মধ্যে পুবার্টি আসে ৯ থেকে ১৪ বছরের মধ্যে। আর মেয়েদের মধ্যে এটা দেখা দেয় সাধারণত ৮ থেকে ১৪ বছরে। এই সময় তাঁদের মধ্যে নিজেদের লিঙ্গগত বৈশিষ্ট্য স্পষ্ট হতে শুরু করে। তবে অনেকসময় দেখা যায় যে খুব ছোট বয়সেই এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই সমস্যার নাম হল , এখন প্রচুর ছেলেমেয়ে এই সমস্যায় আক্রান্ত। তাই সতর্ক হয়ে যাওয়া হল খুবই জরুরি।
আর্লি পুবার্টি বা প্রিকোসিয়াস পুবার্টি থেকে কিন্তু গুরুতর সমস্যা দেখা দিতে পারে। তাই সতর্ক হয়ে যেতেই হবে। এক্ষেত্রে সন্তান কিছু বুঝবে না, বরং সন্তানের বাবা-মাকে এই বিষয় নিয়ে সতর্ক হয়ে যেতে হবে।
Precocious Puberty-এর কিছু লক্ষণ এখন সকলকেই জেনে রাখতে হবে। তবেই ভালো থাকতে পারবেন এবং ভালো রাখতে পারবেন। আসুন সেই সম্পর্কে জানা যাক।