হিরো আলমকে নিয়ে গান করলেন হাসান মতিউর, উত্তপ্ত সঙ্গীতাঙ্গন

কালের কণ্ঠ প্রকাশিত: ২৮ আগস্ট ২০২২, ১৪:৫৫

খ্যাতনামা গীতিকার ও সুরকার হাসান মতিউর রহমান হিরো আলমকে দিয়ে দুইটি গান করিয়েছেন। নিজের কথা ও সুরে এই গানের রেকর্ডিং সম্পন্ন করেছেন গত সন্ধ্যায়। বিষয়টি হাসান মতিউর রহমান নিজেই ফেসবুকে নিশ্চিত করেছেন। তবে হিরো আলমকে নিয়ে হাসান মতিউর রহমানের এই উদ্যোগকে সহজভাবে নেননি দেশের এই সময়ের বেশ কয়েকজন কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকাররা।


হিরো আলমও কালের কণ্ঠকে জানালেন মগবাজারে শনিবার সন্ধ্যায় দুই গানে কণ্ঠ দিয়েছেন। যার কথা ও সুর হাসান মতিউর রহমানের। গানের সঙ্গীত আয়োজন করেছেন জিয়াউল হাসান পিয়াল। গানের কথা হলো মনে চাইলে থাক, না হয় যা অন্য খানে, তুই কেমন মেয়ে তা সকলেই জানে। আরেকটি গানের কথা এমন স্বস্তা একটা পুতুল নিয়ে নষ্ট হইলো জুয়ানি।


হিরো আলমকে নিয়ে গান করছেন হাসান মতিউর রহমান এমন একটি পোস্ট দেওয়ার পরে দেশীয় সঙ্গীতাঙ্গন উত্তপ্ত হয়ে ওঠে। ফেসবুকে হিরো আলমের সঙ্গে ছবি পোস্ট করে হাসান মতিউর রহমান লিখেছেন, ‘সঙ্গীতা  আজ সন্ধ্যায় গানমতি'র সাথে যুক্ত হলো আমাদের হিরো আলম। এই প্রথম আমার কথা সুরে দুটি গান গাইল সে। সম্মানিত শ্রোতাদের রুচিকে অশ্রদ্ধা করার ধৃষ্টতা আমার আগেও ছিল না। এখনও নেই। আসছে শিগগির। ’


এরপরই ফেসবুকে সঙ্গীত সংশ্লিষ্টরা প্রতিক্রিয়া প্রকাশ করতে থাকেন। কেউ সরাসরি, কেউ নাম উচ্চারণ না করে হাসান মতিউর রহমানের সমালোচনা করতে থাকেন।


তবে আশরাফুল আলম ওরফে হিরো আলম বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি বলছেন, ‘আমার সৌভাগ এমন একজন বিখ্যাত মানুষ আমাকে ডেকেছেন, আমাকে দিয়ে গান গাইয়েছেন। আমি খুব খুশি। ’


গীতিকার আহমেদ রিজভী লিখেছেন, ‘এইবার ফাটাফাটি হবে। জাতি পাবে সম্ভাবনাময় অসম্ভব বেসুরা জাতীয় শিল্পী। ’


গীতিকার সিরাজুম মুনির সমালোচনা করে লিখেছেন, ‘একটা লাইন বুঝলাম না "সম্মানিত শ্রোতাদের রুচিকে অশ্রদ্ধা করার ধৃষ্টতা আমার আগেও ছিলো না। এখনও নেই"। এই সম্মানিত শ্রোতা কারা! শ্রোতা হিসেবে আমার রুচিকে তো চরমভাবে অশ্রদ্ধা করা হলো। সিনিয়র মানুষ হিসেবে ধৃষ্টতা প্রসঙ্গে কথা বলবো না৷ তবে গানের জগতে প্রতিষ্ঠিত কারও হাত ধরে, এরকম চরম বেসুরো, গান না জানা একজনের আগমন, একটা ইতিহাস বটে। তবে, লজ্জাজনক ইতিহাস। ’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us