সাদা জুতা পরিষ্কারের নানান পন্থা ঘরে বসেই অবলম্বন করা যায়।
পুরুষ, নারী সবারই এক বা একাধিক জোড়া সাদা জুতা থাকে। সেটা হতে পারে স্নিকারস, ক্যানভাস, স্যুডো লেদার, লেদার ইত্যাদি যে কোনো ধরনের।
দারুণ ‘ফ্যাশনেবল’ হলেও তা পরিষ্কার রাখা এবং পরিষ্কার করাও দারুণ ঝক্কির কাজ। তবে হ্যাঁ, সঠিক পদ্ধতি জানলে ঝক্কি কিছুটা কমতে পারে।
রিয়েল সিম্পল ওয়েবসাইটের প্রতিবেদনে সেই উপায়গুলোই জানানো হয়েছে।
ক্যানভাস, স্যুডো লেদার নাকি চামড়া, আপনার সাদা জুতা কোন উপাদান দিয়ে তৈরি সেটা আগে জানতে হবে। কারণ তার ওপরেই নির্ভর করবে পরিষ্কার করতে কোন উপাদানটি ব্যবহার করতে হবে।
সাদা চামড়া জুতা
চামড়ার পণ্য পরিষ্কার করা তুলনামূলক সহজ। কারণ চামড়া অন্যান্য উপকরণের তুলনায় পানি শোষণ করে কম।
সাদা চামড়ার জুতা পরিষ্কার করার জন্য প্রয়োজন হবে মোটা টিস্যু বা ‘পেপার টাওয়াল’, সাধারণ সাবান, কাপড় এবং স্পঞ্জ। প্রথমেই মোটা টিস্যু পানিতে ভিজিয়ে বাড়তি পানি চেপে নিতে হবে। এবার সেই টিস্যু বা ‘পেপার টাওয়াল’ দিয়ে জুতার বাইরের দিক মুছে ফেলতে হবে। পরে ১০ মিনিট জুতাটি শুকাতে দিতে হবে। জুতার সোল পরিষ্কারের জন্য ব্যবহার করতে হবে ভেজা স্পঞ্জ।
সবশেষে জুতা পালিশ করে নিতে হবে।