মুক্তির আগে প্রযোজকের সঙ্গে শিল্পী ও পরিচালকের দ্বন্দ্ব ‘আশীর্বাদকে’ এনেছিল সংবাদ শিরোনামে; মুক্তির পর প্রথম দুদিনের আয়ে প্রেক্ষাগৃহ মালিকদের আশা পূরণ করতে পারেনি সরকারি অনুদানের এ সিনেমা।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক মুস্তাফিজুর রহমান মানিকের এ সিনেমায় অভিনয় করেছেন মাহিয়া মাহি ও জিয়াউল রোশান। তুমুল আলোচনার মধ্যেই শুক্রবার আটটি হলে মুক্তি পায় ‘আশীর্বাদ’ ।
শনিবার বিকালে রাজধানীর সেনানিবাসে সৈনিক ক্লাব সিনেমা হলে গিয়ে দেখা যায়, আট-দশজন দর্শক ‘আশীর্বাদ’ দেখছেন।
টিকেট কাউন্টারে বসা বায়োজিদ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোরকে বললেন, “বিকালের শোতে আট-দশটা টিকেট বিক্রি হয়েছে। শুক্রবারেও সেল ভালো ছিল না। পুরো সপ্তাহ এই সিনেমা চালানো যাবে না।”
সৈনিক ক্লাবের তত্ত্বাবধায়ক আনন্দ কুমার জানালেন, শুক্রবার ‘টেনে টুনে’ বিশ হাজার টাকার মত টিকেট বিক্রি হয়েছে আশীর্বাদের। অথচ অন্য সিনেমায় বিক্রি থাকে ৫০ হাজারের উপরে।