রাজধানীর শাহবাগ চত্বরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ছাত্র সমাবেশ শুরু হয়েছে। সংগঠনটির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়।
শুক্রবার (২৬ আগস্ট) নির্ধারিত সময় বিকেল ৩টায় সমাবেশ শুরু হয়। সমাবেশে মিছিল নিয়ে ছাত্র আন্দোলনের ঢাকা ও এর আশপাশের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের অংশ নিতে দেখা যায়।
এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশকে ঘিরে শাহবাগ জুড়ে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন দেখা গেছে।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও আন্তর্জাতিক সম্পাদক মুনতাছির আহমাদ জানান, ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই)।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি নূরুল করীম আকরামের সভাপতিত্বে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। এতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ছাত্র সংগঠনটির কেন্দ্রীয় নেতাদের বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পূর্ব নাম ছিল ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। ১৯৯১ সালের ২৩ আগস্ট এটি প্রতিষ্ঠা লাভ করে। পাঁচ দফা কর্মসূচির ভিত্তিতে সংগঠনটি পরিচালিত হয়। সংগঠনটির ২০২১–২০২২ সেশনে সভাপতি হিসেবে নূরুল করীম আকরাম এবং সাধারণ সম্পাদক হিসেবে শেখ মুহাম্মাদ আল আমিন দায়িত্ব পালন করছেন।