পাকিস্তানে ভয়াবহ বন্যায় গত জুন মাস থেকে এ পর্যন্ত ৯১৩ জনের প্রাণহানি হয়েছে। জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে দেশটিতে একটি জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি বিদেশে সরকারি সফর স্থগিত করেছেন।
জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের বেশির ভাগ দেশে প্রাকৃতিক দুর্যোগ বেড়েছে। দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানেও অতিবৃষ্টি ও বন্যা হয়েছে।