ফ্যাটি লিভারের রোগীরা এই তেল খেতে পারেন নিশ্চিন্তে!

এইসময় (ভারত) প্রকাশিত: ২৬ আগস্ট ২০২২, ১৫:৩৪

Essential Oil for Fatty Liver Disease: ফ্যাটি লিভার একটি গুরুতর অসুখ। এই রোগে আক্রান্ত হলে শরীরে অনেক সমস্যাই দেখা যেতে পারে। তবে অনেকেই ভাবেন যে ফ্যাটি লিভার থাকলে বুঝি তেল খাওয়ায় মানা। যদিও কথাটা আংশিক সত্য। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এই ধারণা কিন্তু ভুল। আসলে ফ্যাটি লিভার থাকলেও কয়েকটি তেল অবশ্যই খেতে হয়। কিছু তেল এই ফ্যাটি লিভারেও ভীষণই জরুরি (Essential Oil for Fatty Liver)। তাই এই বিষয়টা মাথায় রাখুন।


আসলে ফ্যাটি লিভার (Fatty Liver) হল যকৃতে জমা ফ্যাট। অনেক কারণে লিভারে ফ্যাট জমতে পারে। এবার অ্যালকোহোলিক ফ্যাটি লিভার ডিজিজের (Alcoholic Fatty Liver Disease) ক্ষেত্রে লিভারের ফ্যাট জমার কারণ হল মদ্যপান। আর নন অ্যালকোহোলিক ফ্যাটি লিভার ডিজিজের (Alcoholic Fatty Liver Disease) ক্ষেত্রে লিভারের ফ্যাটের পিছনে থাকে খাবার থেকে শুরু করে পরিশ্রম না করা ইত্যাদি কারণ। এই অসুখটি হলে মানুষকে নিজের ডায়েটের দিকে অবশ্যই নজর দিতে হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us