মহাখালীর কাঁচাবাজারে দীর্ঘদিন ধরে মাছ বিক্রি করেন মনিরুল ইসলাম। মাছের দাম ইদানিং বেশি হওয়ায় ব্যবসা আগের চেয়ে কমে গেছে বলে জানিয়েছেন তিনি। বলেন, বিক্রি কম হচ্ছে। আগে যে মানুষ এক দেড় কেজি কই মাছ কিনতেন তিনি এখন আধা কেজি মাছ কিনেন। যেই ক্রেতা আগে বড় পাঙাশ মাছ কিনতো তিনি এখন ছোট পাঙাশ খোঁজেন। এভাবে আগের চেয়ে ক্রেতা কমেছে খুচরা বাজারে।
গত ঈদের পর থেকে হঠাৎ করে বেড়ে যাওয়া মাছের দাম আর কমেনি। নিম্ন আয়ের মানুষের চাহিদার শীর্ষে থাকা তেলাপিয়া, পাঙাশ আর চাষের কই মাছের দামও বেড়েছে অনেক। যে কই মাছ কিছু দিন আগেও ১৬০ থেকে ১৮০ টাকা ছিলো এখন তা ২৪০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া পাঙ্গাশ মাছ আর তেলাপিয়া মাছ ২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এদিকে বিক্রেতারা বলছে, মাছের খাবারের দাম বেশি সেই সঙ্গে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় পরিবহন খরচ বেড়েছে। এসব কারণে মাছের দাম বাড়তি যাচ্ছে ফলে ক্রেতাও আগের চেয়ে কমেছে অনেক।