বৈশ্বিক উষ্ণায়নের কারণে উত্তর মেরু (সুমেরু বা আর্কটিক) অঞ্চলের বরফ গলে বিপুল সম্পদ ও অন্যান্য সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে মনে করছেন অনেকে। ধীরে ধীরে রূপ নেবে এক ‘নিউ আর্কটিক’ বা নতুন সুমেরু। এ বিষয়গুলো বিশ্ব বাণিজ্য তথা অর্থনীতিতে বিশাল পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রয়েছে সামরিক বিবেচনাও।
আর তাই ‘নিউ আর্কটিক’ ঘিরে চলছে এক নীরব প্রতিযোগিতা। বিশেষজ্ঞরা তাই আর্কটিক ঘিরে নতুন এক আন্তর্জাতিক দ্বন্দ্বের আভাস দিচ্ছেন। তারা মনে করছেন, প্রতিদ্বন্দ্বী বিভিন্ন শক্তি ‘আগামীর সম্পদ’ দখলের জন্য লড়াই করতে উত্তর আটলান্টিক অঞ্চলকে হয়তো আরেক বলকান অঞ্চল হওয়ার পথেই ঠেলে দিচ্ছে। এ বিষয়ে প্রকৃতি সংরক্ষণ বিষয়ক আন্তর্জাতিক সংগঠন ওয়ার্ল্ড ওয়াইল্ড ফান্ড ফর নেচারের টম আর্নবম বলেন, ‘সম্পূর্ণ নতুন এক আর্কটিক অঞ্চলের দ্বার উন্মোচনের বিষয় এটি। ’