এক বছরে ১০ কোটি ডলারের নন-ফানজিবল টোকেন চুরি

বণিক বার্তা প্রকাশিত: ২৬ আগস্ট ২০২২, ০৮:২৯

২০২১ সালের জুলাই থেকে এখন পর্যান্ত বিশ্বে প্রায় ১০ কোটি ডলার মূল্যের নন-ফানজিবল টোকেন (এনএফটি) চুরি হয়েছে। গবেষণার তথ্যানুযায়ী, প্রতিটি হামলার মাধ্যমে আক্রমণকারীরা গড়ে ৩ লাখ ডলার আয় করেছে। খবর দ্য গার্ডিয়ান।


ক্রিপ্টোকারেন্সি গবেষণা প্রতিষ্ঠান ইলিপটিকের প্রতিবেদন অনুযায়ী, আক্রমণকারীরা বিভিন্ন উপায়ে মূল্যবান এনএফটি চুরি করেছে। নন-ফানজিবল টোকেন বা এনএফটি হচ্ছে এক ধরনের ক্রিপ্টোসম্পদ, যেটি যেকোনো ধরনের বিশেষ ডিজিটাল পণ্যের মালিকানা প্রকাশ করে। প্রায়ই এটি বিশেষ ভার্চুয়াল শিল্পকর্ম হয়ে থাকে।


ইলিপটিকের প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালের নভেম্বরে ৪ লাখ ৯০ হাজার ডলারে ক্রিপ্টোপাংক বিক্রি করে আক্রমণকারীরা। এটিই এখন পর্যন্ত সবচেয়ে বেশি মূল্যের এনএফটি। অন্যদিকে আক্রমণের একক ভুক্তভোগী হিসেবে ২০২১ সালের ২৮ ডিসেম্বর ১৬টি ব্লু চিপ এনএফটি চুরি হয়, যেগুলোর মোট মূল্য ছিল ২১ লাখ ডলারের কাছাকাছি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us