ভুয়া তথ্যকে হারাতে গুগলের মনস্তাত্ত্বিক টিকা!

কালের কণ্ঠ প্রকাশিত: ২৫ আগস্ট ২০২২, ১৯:০৩

অনলাইন জগতে ভুল তথ্য এবং মিথ্যার সাথে যুদ্ধে সবচেয়ে বড় সমস্যা হলো তারা খুব দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। ফ্যাক্ট চেকারদের এসব তথ্য যাচাই করতেও সময়ের প্রয়োজন। তাই গুগল, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় এবং ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা মিলে একটা পরীক্ষা করেছে। যেখানে চেষ্টা করা হয়েছে এসব ভুল তথ্য মানুষ দেখার আগেই যাতে দূর্বল হয়ে যায়। তারা এই প্রকিয়ার নাম দিয়েছে 'প্রি-বাঙ্কিং'।


বুধবার সায়েন্স এডভান্স জার্নালে প্রকাশিত এক গবেষণা থেকে জানা যায়, গবেষকরা গুগলের একটি দলের সাথে মিলে ৯০ সেকেন্ডের কিছু ক্লিপ ডিজাইন করেছে। যার মাধ্যমে মানুষকে ম্যানিপুলেশনের বিভিন্ন কৌশলের সাথে পরিচিত করা হবে।


গবেষকরা বলেছেন, এই ভিডিও ক্লিপগুলো যখন ইউটিউবের বিজ্ঞাপন স্লটে প্রকাশ করা হবে তখন মানুষ ভুল তথ্য বা ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে সাবধান হবে। এটি এক ধরনের মনস্তাত্ত্বিক টিকা।


গবেষকরা ব্যাখ্যা করতে যেয়ে বলেন, এটি মানুষকে একটি ছোট ডোজের টিকা দিবে। যার মাধ্যমে তারা ভুল তথ্য দেখলে তাৎক্ষণিক কিংবা পরে চিহ্নিত করতে পারবে। সামাজিক মনোবিজ্ঞানিরা এর নাম দিয়েছেন 'ইনোকুলেশন থিওরি'।


প্রায় ৩০ হাজার মানুষের ওপর করা  সাতটি গবেষণা শেষে বিজ্ঞানীরা নিশ্চিত করেছে যে একবার ভিডিও ক্লিপগুলো দেখলে ভুল তথ্যের সচেতনতা বৃদ্ধি পাবে। লিঙ্গ, বয়স, প্রশিক্ষণ, রাজনৈতিক শিক্ষা, ষড়যন্ত্রমূলক বিবেচনা, তথ্য এবং সামাজিক মিডিয়া চেকিং, বাজে কথার গ্রহণযোগ্যতা, ব্যক্তিত্ব ইত্যাদি মাপকাঠির ওপর ভিত্তি করে গবেষকরা এই গবেষণার প্রাথমিক তথ্য সংগ্রহ করেছে।


জানা যায়, ভিডিওগুলো ফ্যামিলি গাই-এর মতো বিখ্যাত সিনেমা এবং টিভি সিরিজের সাথে সম্পর্কিত উদাহরণ দিয়ে বানানো হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us